নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করবে পুলিশ..সিলেটে পুলিশ মহাপরিদর্শক

স্টাফ রিপোর্ট::: || ২০২২-১১-০৫ ০৬:১৬:৩৭

image

পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচন যখন আয়োজন করা হয়, এটা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা করে থাকি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা এটা প্রতিপালন করতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে, সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

 

শনিবার (৫ নভেম্বর) সকালে নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের উদ্বোধন করেন আইজিপি।প রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

আইজিপি বলেন, ‘সন্ত্রাসী-অপরাধী তাদের বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করি।

যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেবে পুলিশ।’

 

মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানিক কার্যক্রম চলবে। এটা একটা সামাজিক সমস্যা। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

 

পরিবারকেও দায়িত্ব নিতে হবে৷’ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমাদের সাইবার টিম সচেতন আছে। গুজব ছড়ানোর সাথে কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আমাদের ক্যাপাবিলিটি বৃদ্ধি পেয়েছে। জনবল বৃদ্ধি পেয়েছে। আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে এবং আমরা যথেষ্ট সাফল্য পাচ্ছি।’ সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি কেইস সমাধান করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

আইজিপি জানান, প্রবাসীদের বিষয়ে পুলিশ আন্তরিক। তাদের যেকোনো সমস্যায় গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করে পুলিশ। প্রবাসীদের জন্য আলাদা হটলাইনও রয়েছে।

 

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

এস এস 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net