বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা

সিলেট সান ডেস্ক:: || ২০২২-১০-৩০ ২৩:১৮:০৬

image

পূর্বের ধারণা অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হলো তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। সামান্য ব্যবধানে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারালেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সিএনএন বলছে, আগামী ১ জানুয়ারি ব্রাজিলের প্রসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসছেন লুলা। ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার রিপোর্টে বলা হয়েছে, রোববার দেশটির শেষ ধাপের ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট।

অন্যদিকে বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ। এমন ফলাফলের পর উল্লসিত সমর্থকদের ৭৭ বছর বয়সী লুলা বলেন, প্রথমত, আমি এখানে আমার সঙ্গে থাকা সমস্ত কমরেডকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের লড়াই রাজ্যের মেশিনের সঙ্গে ছিল, শুধু প্রার্থীর সঙ্গে নয়, যারা আমাদের এই নির্বাচনে জেতাতে আটকাতে চেয়েছিল।

যারা ভোট দিতে গেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। লুলা ব্রাজিলের ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এবারে তিনি তৃতীয় বারের মতো দেশটির প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বলসোনারোকে হারানোর পর এ দিন লুলা আরও বলেন, আজ আমরা বিশ্বকে বলতে চাই ব্রাজিল আবার ফিরে এসেছে। ব্রাজিল জলবায়ু সংকটের বিরুদ্ধে , বিশেষ করে আমাজন বন রক্ষার লড়াইয়ে তার জায়গা ফিরে নিতে প্রস্তুত। এদিকে লুলার জয়ে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক পোস্টে বলেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন। এ ছাড়া নির্বাচনে ফল ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য হয়েছে। লুলাকে আরও অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net