হবিগঞ্জে ২ দিন ব্যাপী 'সাহিত্য মেলা শুরু হবে শিগগির

হবিগঞ্জ প্রতিনিধি :: || ২০২২-১০-২৩ ০৪:৩১:২০

image

সাহিত্যিকগণের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে আগামী বুধবার (২৬ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৭) অক্টোবর শিল্পকলা একাডেমীতে এ মেলা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার রাতে জেলা তথ্য অফিসের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বর্ণাঢ্য এ আয়োজনে জেলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের আমন্ত্রন জানানো হয়েছে। তাছাড়া সাহিত্যমেলায় অংশগ্রহণের লক্ষে নির্ধারিত ফরম পূরণ করে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২৪ অক্টোবর বিকেল ৩ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা, জেলা শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসনের ফেসবুক একাউন্ট, জেলা প্রশাসনের ওয়েবসাইট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও ফরম জমা দিতে বলা হয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net