যৌন হেনস্থা: শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

শাবি প্রতিনিধি :: || ২০২২-০৯-২৮ ০৯:৫৯:৫৯

image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ ছাত্রকে বহিষ্কারসহ বিভিণ্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ২২৬ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৬২৩৭০৩৩ রেজিস্ট্রেশনধারী সুমন দাস (১ বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯৩৩৯০২৬ রেজিস্ট্রেশনধারী সৈয়দ মুস্তাকিম সাকিব- (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. আরিফুল ইসলাম- রেজি: ২০১৬৬৩১০০ (২ বছর), মো. জায়েদ ইকবাল তানিন-রেজি: ২০১৬৬৩১০৩৫ (২ বছর)।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, রেজি: ২০১৬৬৩১০৪৬, (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. রিফাত হোসেন- রেজি: ২০১৬৬৩১০৩১(১ বছর) এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. বিশাল আলী- রেজি: ২০১৬৬৩১০৫৩ (১ বছর)।

এছাড়া বহিষ্কার থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সিদ্ধান্ত সিন্ডিকেটের পরদিন থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net