পরিবেশ অধিদপ্তরের অভিযান: শ্রীমঙ্গলে ১৫ প্রতিষ্ঠানকে, টিলা কাটায় সিলেটে ২ জনকে জরিমানা

স্টাফ রিপোর্ট:: || ২০২২-০৯-২৬ ১২:৪৮:২১

image

পরিবেশগত ছাড়পত্র না নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনা করায় ১৫ প্রতিষ্ঠাননকে জরিমানা করা হয়েছে।

অপরদিকে সিলেটের শাহপরান থানার খাদিম চা বাগানের পার্শ্ববর্তী এলাকায় টিলা কাটার দায়ে ২ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত -২০১০) এর ধারা-৭ মোতাবেক পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য শ্রীমঙ্গলে ১৫টি প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ নব্বই হাজার টাকা ক্ষতিপূরণ আরোপপূর্বক আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের আদেশ প্রদান করা হয়।

অপরদিকে সিলেটের শাহপরান থানার খাদিম চা বাগানের পার্শ্ববর্তী এলাকায় পাহাড় ও টিলা কাটার দায়ে ২ জনকে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, আইনগত বাধ্যবাধকতা প্রতিপালন না করায় শ্রীমঙ্গলের ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা ও সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net