ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০৯-২৬ ০৭:১১:৪৫

image
ইতালির জাতীয় নির্বাচনে ডানপন্থি জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি জয়ের পথে রয়েছে।বুথফেরত জরিপ সঠিক বলে প্রমাণিত হলে বৃহত্তম জোটের নেতা হিসেবে জর্জিয়া মেলোনি (৪৫) সম্ভবত ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি তার দলের নব্য ফ্যাসিবাদী ধারার গুরুত্ব কমিয়ে একে একটি প্রধান ধরার রক্ষণশীল গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ইউক্রেন বিষয়ে পশ্চিমা নীতিকে সমর্থন ও ইউরো জোনের ভেতরের তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে অযথা ঝুঁকির মুখে না ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।তারপরও রাশিয়ার মোকাবেলায় ঐক্য রক্ষার ইচ্ছা ও ইতালির ভয়ঙ্কর ঋণের পাহাড় নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির নির্বাচনের এ ফলাফল ইউরোপের রাজধানীগুলোতে ও অর্থ বাজারে সতর্ক ঘণ্টা বাজাবে বলে ধারণা করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির পরবর্তী পার্লামেন্টে ব্রাদার্স অব ইতালি পরিষ্কার ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি ডানপন্থি সরকার পাচ্ছে ইতালি।ইতালির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএআই এর করা বুথ ফেরত জরিপ অনুযায়ী, রক্ষণশলী দলগুলোর জোট ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে, দেশটির পার্লামেন্টের উভয়কক্ষ নিয়ন্ত্রণের জন্য যা যথেষ্ট। মাত্তেও সালভিনির লিগ এবং সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া পার্টিও এই জোটের অংশীদার।“মধ্য-ডানপন্থিরা নিম্ন কক্ষ ও সিনেটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে! রাতটি দীর্ঘ হতে পারে, তারপরও এখনই আপনাদের ধন্যবাদ দিতে চাই আমি,” টুইটারে লিখেছেন সালভিনি।আরএআই বলেছে, পার্লামেন্টের নিম্ন কক্ষের ৪০০ আসনের মধ্যে ডানপন্থি জোট ২২৭ থেকে ২৫৭টিতে জয় পেতে পারে আর সিনেটের ২০০ আসনের মধ্যে ১১১ থেকে ১৩১টি পেতে পারে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net