আ’লীগকে একলা চলো নীতি পরিহার করার আহবান ইনুর

স্টাফ রিপোর্ট:: || ২০২২-০৯-২২ ১০:৩২:২৮

image

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামাত- তালেবানি শক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধামকি দিচ্ছে এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চালা”েছ, তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে।

১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসা¤প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সাথে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। অন্যানের মধ্যে বক্তব্য দেন জাসদ ¯’ায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী,

আব্দুল্লাহিল কাইয়ুম ও মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুলল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য আব্দুল হক,

সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মেস্তফা কামাল, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গিয়াস আহমদ,

যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু। হাসানুল হক ইনু আরো বলেন, বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি- অর্থনীতি-জনজীবন বিপন্নকারী ৪ শত্রæ মোকাবেলা করাই এই মুহূর্তে প্রধান রাজনৈতিক কর্তব্য।

তাদের পরিচয় ব্যাখ্যা করে তিনি বলেন, এই চার গোষ্টি হল- রাষ্ট্রীয সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠি, জনগণের পকেট কাটা ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট, ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডাগোষ্ঠি এবং বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রæ ও বাংলাদেশ রাষ্ট্রের অ¯ি’ত্বের ভিত্তি অস্বীকারকারী,

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপšি’ ধর্মান্ধ জঙ্গিবাদি সা¤প্রদায়িক গোষ্ঠি এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামাত-হেফাজত। হাসানুল হক ইনু সরকারকে উদ্দেশ করে বলেন, দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে এই ৪ বিপদ ও ৪ শত্রæ মোকাবেলা করতে হবে। এই পরি¯ি’তিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র,

প্রগতি, অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা ও হীনমন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের উপর শক্তিশালি ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামাত- তালেবানি মক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধামকি দি”েছ এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চালা”েছ,

তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে। ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসা¤প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সাথে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। অন্যানের মধ্যে বক্তব্য দেন জাসদ ¯’ায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ুম ও মোহাম্মদ মোহসীন,

জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুলল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য আব্দুল হক,

সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মেস্তফা কামাল, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গিয়াস আহমদ,

যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু।

হাসানুল হক ইনু আরো বলেন, বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি- অর্থনীতি-জনজীবন বিপন্নকারী ৪ শত্রæ মোকাবেলা করাই এই মুহূর্তে প্রধান রাজনৈতিক কর্তব্য। তাদের পরিচয় ব্যাখ্যা করে তিনি বলেন, এই চার গোষ্টি হল- রাষ্ট্রীয সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠি, জনগণের পকেট কাটা ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট,

ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডাগোষ্ঠি এবং বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রæ ও বাংলাদেশ রাষ্ট্রের অ¯ি’ত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপšি’ ধর্মান্ধ জঙ্গিবাদি সা¤প্রদায়িক গোষ্ঠি এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামাত-হেফাজত। হাসানুল হক ইনু সরকারকে উদ্দেশ করে বলেন, দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে এই ৪ বিপদ ও ৪ শত্রæ মোকাবেলা করতে হবে।

এই পরি¯ি’তিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা ও হীনমন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের উপর শক্তিশালি ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net