জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্বান্ত বাতিলের দাবিতে বাসদ'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০৮-০৭ ০৯:০৯:৪৫

image
আজ বিকাল ৫ টায়,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে নগর ভবনের সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্বান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে, বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, প্রসেনজিৎ রুদ্র, সঞ্জয় কান্ত দাস প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,‘গত ৫ আগষ্ট গভীর রাতে বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির মিথ্যা অজুহাতে সরকার ডিজেলের দাম ৪১ শতাংশ ও অকটেন -পেট্রোলের দাম ৫১ শতাংশ বৃদ্ধি করেছে, যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অথচ জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বিশ্বাবজারে জ্বালানি তেলের দাম কমেছে। সামনে আরো কমবে। আই এম এফ কাছে সরকার ঋন চেয়েছে এই ঋন প্রদানের শর্ত হিসেবে এই মূল্য বৃদ্ধি। একদিকে সরকার জনগণকে ঋনের জালে জড়িয়ে ফেলছে, অন্যদিকে মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি জনগণের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। বক্তারা আরো বলেন, ‘আমাদের দেশের অর্থনীতিতে কৃষিখাত একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ডিজেলের দাম বাড়লে সেচের খরচ বেড়ে যায়। তার উপরে কৃষক ফসলের ন্যায্য দাম পায়না।ইতিমধ্যে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে স্বর্বশান্ত কৃষকের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। অবৈধভাবে রাতের অন্ধাকারে ক্ষমতায় এসে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। জনজীবনে স্বস্তি আনতে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’ নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান একইসাথে সচেতন জনগণকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net