সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের অনুমোদন

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৭-৩১ ১১:৪৯:০১

image
সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে। কমে আসবে যাতায়াতে সময়। অবশেষে সিলেটবাসীর দীর্ঘদিনের এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন। রোববার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন এপ্রোভ করেছেন। ইতোমধ্যে টাকা সংগ্রহ হয়েছে। ২০৯ কিলোমিটার এ মহাসড়ক নির্মাণে ব্যয় হবে ১৭ হাজার কোটি টাকা। ভিডিও বার্তায় মন্ত্রী আরো বলেন, একই সাথে সিলেটের আরো একটি সড়ক ৬ লেন করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। ৬৪ কি.মি দীর্ঘ সিলেট-তামাবিল সড়ক নির্মাণে খরচ হবে ৪ হাজার কোটি টাকা। শীঘ্রই এই দুই প্রজেক্টের কাজ উদ্বোধন করা হবে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net