বাংলাদেশ-ভারত কনস্যুলার ডায়ালগ অনুষ্ঠিত

সিলেট সান ডেস্ক: || ২০২২-০৭-২৫ ১১:২৬:১২

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে । ঢাকায় সোমবার (২৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ ডায়ালগে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার, ভিসা এবং পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ডায়ালগে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্রেটারি (সিপিভি এবং ওআইএ) ড. আউসফ সাঈদ।

কনস্যুলার ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে মানুষে মানুষে বন্ধন আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ২০১৭ সালে এই কনস্যুলার ডায়ালগ কার্যক্রম প্রতিষ্ঠিত হয়।

সভায় কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার জন্য দুই পক্ষই কার্যপ্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর মধ্যে একে অপরের আটক নাগরিকদের প্রত্যাবাসনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্তকরণ এবং আটক জেলেদের দ্রুত মুক্তির প্রক্রিয়াও অন্তর্ভুক্ত ছিল।

পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিসা সম্পর্কিত রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্টসের (২০১৮) অধীনে থাকা নীতিমালার আরও নিবিড় বাস্তবায়নের সঙ্গে ভিসা পদ্ধতি এবং প্রবেশ ও প্রস্থানের নিয়মাবলিকে আরও উদারপন্থি করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়, যাতে ভ্রমণ আরও সহজ করে তোলা যায়।

সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক আইনি সহায়তা বৃদ্ধিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে দুই পক্ষই স্বাগত জানিয়েছে।

নাগরিককেন্দ্রিক কনস্যুলার কার্যক্রমের ব্যাপারে কাজ চালিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষই ডায়ালগে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধুত্ব এবং বিশেষ বন্ধনের কথা বিবেচনা করে, বিশেষত দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এই ৫০তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সহজতর আদান-প্রদানের মাধ্যমে জোরদার করতে সম্মত হয়েছে দুই পক্ষ।

পরবর্তী কনস্যুলার ডায়ালগ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net