কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ভেড়া বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: || ২০২২-০৭-২৫ ০৮:২৭:৫৬

image
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৪৭ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে দুটি করে ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় সোমবার (২৫ জুলাই) দুপুরে এসব সামগ্রী দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নাভিদ হাসনাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা কাজল সিংহ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net