ফেঞ্চুগঞ্জে সুনাম হত্যায় সাবেক ইউপি সদস্যের দায় স্বীকার

স্টাফ রিপোর্ট:: || ২০২২-০৭-১৮ ০৮:১৫:০৫

image
ফেঞ্চুগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর সুনাম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. সিব্বির আহমদ (৫৭)। উপজেলার পিঠাইটিকর গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র সিব্বির সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)'র পুলিশি জিজ্ঞাসাবাদে সুনাম হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আদালতে প্রেরণকৃত পিবিআই'র প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ জুলাই বিকেল ৪টা ৫মিনিটে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি হাওর এলাকা থেকে আটক করা হয় মামলার এজাহারভূক্ত ও ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় প্রকাশিত আসামি মো. সিব্বির আহমদকে। ২০১৮ সালের ২৪ আগস্ট সুনাম হত্যাকান্ডের দু'সপ্তাহ পর আটক করা হয় সামসুজ্জামান শিমুল (২২) নামে এক যুবককে। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সিলেটের বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারার জবানবন্দিতে শিমুল এ হত্যাকান্ডে সাবেক ইউপি সদস্য মো. সিব্বির আহমদসহ ৪ জনের নাম জানায়। এরই আলোকে হত্যাকান্ডের পর থেকে পালিয়ে থাকা সিব্বির আহমদকে ৩ জুলাই আটক করতে সক্ষম হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে সিব্বির আহমদকে আদালতে সোপর্দ করে রিমান্ড চায় পিবিআই। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদিনের পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সিব্বিরসহ ৬ জন জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় সিব্বির জানায়, ২০১৮ সালের ২৪ আগস্ট নিহত সুনাম মিয়াকে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ৬ জনের উপস্থিতিতে সুনামকে হত্যা করে লাশ ওই স্থানে রেখে পালিয়ে যায় তারা। এছাড়া আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন আসামি সিব্বির আহমদ, যাহা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার, বাদি ও সাক্ষীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আসামি সিব্বির আহমদকে জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। মামলার তদন্তকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার দাবি তাদের। কারণ মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাতসহ চিরতরে পলাতক হওয়ার আশংকা করছে পিবিআই। আদালতে প্রেরণকৃত প্রতিবেদনের শেষাংশে এমন আবেদন জানিয়েছে পিবিআই। এদিকে আসামি সিব্বির আহমদ আটক হওয়ায় পিবিআই'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মামলার বাদি ও নিহত সুনামের পিতা আব্দুল আহাদ মিয়া। ন্যায়বিচার প্রাপ্তির প্রহর গুনছেন নিহতের পরিবার। উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ আগস্ট শুক্রবার রাতে নির্মমভাবে খুন হন উপজেলার সদর ইউনিয়নের পিটাইটিকর গ্রামের আব্দুল আহাদ মিয়ার ৬ষ্ঠ সন্তান সুনাম মিয়া (২১)। পরদিন শনিবার বেলা ২টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার ডাকবাংলায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের একটি পরিত্যক্ত ঘর থেকে সুনামের লাশ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। লাশের চেহারা বিকৃত থাকায় পরনের শার্টের সাথে ঘরে রাখা টুপি মিলিয়ে নিজের সন্তান সনাক্ত করেন সুনামের গর্ভধারিণী মা। সুনাম ফেঞ্চুগঞ্জ বাজারে একটি জুয়েলারী দোকানে কাজ করতো। পরে নিহত সুনাম মিয়ার পিতা আব্দুল আহাদ মিয়া বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net