চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে পাঠাতে বিশেষ কার্গো বিমান দেওয়া হবে: প্রতিমন্ত্রী মাহবুব আলী

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৭-১৭ ০৮:৩৩:৫৮

image
চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম ইউরোপ-আমেরিকার বাজারে পাঠাতে বিশেষ কার্গো বিমান দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। চাঁপাইনবাবগঞ্জের আমনির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে আম উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের উদ্যোগে উৎসব আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ট্যুরিজম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম পরিবহনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থাসহ অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যেন ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বাজারে আম রপ্তানি করা যায়, সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমসহ বিভিন্ন ফল এবং সবজি রপ্তানিতে বিশেষ কার্গো বিমান এবং ঢাকায় আম আনতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সবকিছুই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জের পর্যটন খাত নিয়ে তিনি বলেন, সোনামসজিদ এলাকায় পর্যটন মোটেল স্থাপন এবং আরও একটি নির্মাণাধীন মোটেল এ এলাকায় পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। দেশ-বিদেশ থেকে পর্যটকরা চাঁপাইনবাবগঞ্জে এসে বাহারি আম কেনার পাশাপাশি গৌড় অঞ্চলের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারবেন। এতে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন। জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net