ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ৬২ তম জন্মবার্ষিকী আজ

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৭-১৬ ২৩:১৮:৫৫

image

সুফিয়ান আহমদ চৌধুরী। কবি- ছড়াকার- গল্পকার- সংগঠক- আইনজীবি। ১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু- কিশোর মানস পরিস্ফুটনে তিনি সফল।

পরবর্তীতে শিশু- কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ- বিদেশের বাইরে বিভিন্ন পত্র- পত্রিকা ও সাময়িকী-সংকলনে লিখে চলছেন অবিরাম। সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মরহুম শামছ উদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন।

তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী (নাজ) এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থসমূহ নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন ও নির্বাচিত ১০০ ছড়া।

তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আর্দশ বাঙালির মন- মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ-মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্ধুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন।

তিনি ছড়া পরিষদ, সিলেট,সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইয়র্ক- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সিলেট শাখার সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ্যাতি অর্জন করেছেন।

জড়িত রয়েছেন দেশ- বিদেশের সাহিত্য - সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের সাথেও।তিনি সাহিত্য সাময়িকী জীবন মিছিল -এর সম্পাদক।এ ছাড়াও আরও সম্পাদনা করেছেন আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর।

এম সি কলেজ, সিলেট-এর বার্ষিকী পূর্বাশা বার্ষিকী সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে। তিনি একজন সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন।

এরপর দুইবার কার্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। তিনি অন লাইন শিশু কিশোর প্রকাশনা ইলিক ঝিলিক-এর সম্পাদক ও দর্পণ প্রকাশ-এর প্রকাশক। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরীর সুপরিচিতি ব্যাপক।

সাদা মনের মানুষ হিসেবে এবং সকল মহলের সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ। আজ তার জন্মদিন। এ উপলক্ষে নিউইয়র্কে নানা কর্নসূচি হাতে নেওয়া হয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net