বন্যায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রধানমন্ত্রী পূণর্বাসন করবেন: সিলেটে মাহবুবুল আলম হানিফ

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৬-২৭ ১০:৩৪:২৬

image
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূণর্বাসন করবেন। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, তাদের ঘরবাড়ি পূণনির্মাণের জন্যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। এই সরকারের আমলে ত্রাণের জন্য কিংবা খাদ্যের জন্য কোন মানুষ কষ্ট পাবে না। সোমবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি জানান হানিফ। এরআগে সকালে সিলেট পৌছে দিনভর তিনি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে বিকেলে সংবাদ সম্মেলনে হানিফ বলেন, দুর্যোগে দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। সিলেটে বন্যা মোকাবেলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেটে বন্যা আক্রান্ত হওয়ার সাথে সাথে বানভাসি মানুষদের উদ্ধারে বেসরকারি প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। যা জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি দলীয় ভাবে দূর্গত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নির্দেশ প্রদান করেছেন। হানিফ বলেন, সিলেট অঞ্চল বন্যা আক্রান্ত হওয়ার পরপরই এই অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসার টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আসেন। তিনি দল এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বন্যা উপদ্রুত এলাকার কোন মানুষ যেন অর্ধাহারে অনাহারে কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে। আমরা আশ্বস্ত করতে পারি, জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন এদেশের কোন মানুষ অনাহারে অর্ধাহারে থাকবে না। সোমবার সকাল থেকে সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা এবং সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন হানিফ ও সুজিত। ত্রাণ বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, কোষাধ্যক্ষ শমশের জামাল প্রমুখ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net