বিয়ানীবাজারে ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিয়ানীবাজার প্রতিনিধি :: || ২০২২-০৬-১৬ ০৭:২৪:২৭

image
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন সাতজন। তাদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত খুইয়েছেন জাতীয়পার্টি ও কমিউনিস্ট পার্টির মেয়রপ্রার্থীরা। আওয়ামী লীগের দুই 'বিদ্রোহীপ্রার্থীও আছেন। বৃহস্পতিবার (১৬ জুন) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- জগ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (১৪৯৯ ভোট), কম্পিউটার প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আহবাব হোসেন সাজু (১৪৬৩ ভোট), হ্যাঙার প্রতিকের স্বতন্ত্র আব্দুস সামাদ আজাদ (১১৬৪ ভোট), হেলমেট প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আব্দুল কুদ্দুছ টিটু (৬৭১ ভোট), নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন (২১৫ ভোট), জাতীয় পার্টির লাঙল প্রতিকের দলীয় প্রার্থী সুনাম উদ্দিন (১৩৮ ভোট) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দলীয় প্রার্থী কাস্তে প্রতিকের আবুল কাশেম (১৭৩ ভোট)। এই নির্বাচনে হ্যাভিওয়েট প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পেছনে ফেলে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতিকের জিএস ফারুকুল হক। প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে সর্বোচ্চ ৪১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর পেয়েছেন ২৩১৮ ভোট। এরপরেই তৃতীয় অবস্থানে আছেন সদ্য বিদায়ী মেয়র এবং আওয়ামী লীগের প্রার্থী ও নৌকা প্রতীকের মো. আব্দুস শুকুর। তিনি পেয়েছেন ২২৭০ ভোট। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৭৯০জন। এর মধ্যে বুধবার নির্বাচনের দিন ইভিএমে ভোট দিয়েছেন ১৪ হাজার ৩৬জন ভোটার। সবগুলো কেন্দ্রের মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ (প্রায় ১ হাজার ৭৫৪ দশমিক ৫০ শতাংশ ভোট) না পাওয়ায় ওই সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net