গোলাপগঞ্জে নৌকার প্রার্থী এলিম বিজয়ী

হারিছ আলী :: || ২০২২-০৬-১৫ ০৮:৫৮:২০

image

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- একমাত্র প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিনকে (ঘোড়া) ভোটযুদ্ধে হারিয়ে নৌকা প্রতীক নিযে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ২ নং রনকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৯৫ ও ঘোড়া ৮৭, এমসি একাডেমী কেন্দ্রে নৌকা ৪৩৬ ও ঘোড়া-১৬৮, চৌঘরী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯১ ও ঘোড়া ১৩১, ১নং রনকেলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৪ ও ঘোড়া-৩৩, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৯ ও ঘোড়া ১৮৯, বারকোট মাদাসা কেন্দ্রে নৌকা ২০৪ ও ঘোড়া ২৮১, খর্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩ ও ঘোড়া ৪৯,

রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৬ ও ঘোড়া ৭২, খলাগ্রাম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৩ ও ঘোড়া ৯১, করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৯৯ ও ঘোড়া ৯৮,

আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১০ ও ঘোড়া ৫৯, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৫১ ও ঘোড়া ৭১, গোলাপগঞ্জ ঘোষগাঁও মাদাসা ইসলামিয়া কেন্দ্রে নৌকা ১৫৫ ও ঘোড়া ৮১,

হাজি জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৮ ও ঘোড়া ২১৪, ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬৪০ ও ঘোড়া ১৫৩, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭ ও ঘোড়া ১১৭২, দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১৯ ও ঘোড়া ৪০,

 

১নং ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯৯ ও ঘোড়া ৫০, মুকিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৪১ ও ঘোড়া ১৩৬, ঢাকাদক্ষিণ সরকারি প্রাথকি বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৩ ও ঘোড়া ৩৬৭, বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও ঘোড়া ২১১ এবং

নাছির উদ্দীন উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ১৬৫ ও ঘোড়া ৭৩, কদমরছুল সরকারি প্রাথকি বিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৭ ও ঘোড়া ১১৫, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০,

 

আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পুরুষ কেন্দ্রে নৌকা ৭৭৩ ও ঘোড়া ২৩৩, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মহিলা কেন্দ্রে নৌকা ২৬৮ ও ঘোড়া ৩২।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net