সিলেটে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ সম্পন্ন

সিলেট সান ডেস্ক: || ২০২২-০৬-০৬ ০৯:১৪:১৯

image
   
   
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত নিয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়েছে।
 
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘সামাজিক মূল্যবোধ’, ‘গবাদি পশু পালন’ এবং ‘কৃষি ও বনায়ন’ বিষয়ে গত ২৯ মে থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি সোমবার (৬ জুন) বিকেলে সিলেট নগরের মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে সনদপত্র বিতরণ করেন- সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ।
সভাপতিত্ব করেন- নির্মল কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শৈশব চক্রবর্তী প্রমুখ। 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net