গোলাপগঞ্জ উপ নির্বাচন : গোটা উপজেলায় উৎসবের আমেজ

হারিছ আলী :: || ২০২২-০৫-২৯ ১২:০৪:৩৪

image

বহুল প্রত্যাশিত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রচারণা জমে উঠেছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম নৌকা ও যুক্তরাষ্ট্র আওয়ামী ’লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. সফিক উদ্দিন (ঘোড়া প্রতীক) প্রতীক পেয়েই আনুষ্টানিকভাবে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন নির্বাচনী মাঠে।

উঠোন বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ, কুশল বিনিময় ও মাইকিং চলছে সমানতালে। পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন এ দুই প্রার্থী।

 

ফলে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা উপজেলায়। জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম পেয়েছেন নৌকা।

অপরজন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্য যুবলীগ নেতা সতন্ত্র প্রার্থী শফিক উদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক হাতে পেয়েই তারা দুইজনই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

 

আ’লীগ প্রার্থী মঞ্জুর কাদির শাফী এলিম উপজেলা ছাড়াও ইউনিয়ন তথা ওয়ার্ড পর্যায়ে দলের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। সকল ভেদাভেদ ভূলে দলীয় নেতাকর্মীদের এক প্লাটফর্মে নিয়ে আনতে কাজ করছেন তিনি।

এছাড়া উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনরাত চষে বেড়ানোর পাশাপাশি এলাকাবাসীকে নিয়ে একের পর এক মতবিনিময় সভা, উঠোন বৈঠক, কুশল বিনিময় করছেন তিনি। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।

ভোটারদের কাছে চাচ্ছেন দোয়া। এসময় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ভোটারদের কাছে তুলে ধরছেন তিনি। এছাড়া উপজেলাজুড়ে শুরু হয়েছে মাইকিং। অপর প্রার্থী আ’লীগের ঘরানার সতন্ত্র প্রার্থী শফিক উদ্দিন ঘোড়া প্রতীক হাতে পেয়ে শুরু করেছেন প্রচার-প্রচারণা।

 

উপজেলার সদর ছাড়াও ইউনিয়র তথা ওয়ার্ডে ওয়ার্ডে তার নেতাকর্মীদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অপরদিকে বর্তমানে এ দুই প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সয়লাভ হয়ে গেছে গোটা উপজেলা।

 

উপজেলার প্রতিটি আনাচে-কানাচে শোভা পাচ্ছে তাদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন। বিতরণ করা হচ্ছে তাদের জীবনবৃত্তান্তসহ লিফলেট। গোটা উপজেলায় একই সময়ে মাইকিংসহ প্রচার-প্রচারণায় ক্রমশ মূখর হয়ে উঠছে নির্বাচনী এলাকা। পাশাপাশি ভোটারদের মধ্যে বইছে উৎসবের আমেজ।সিলেটসানডটকম- এবিসি 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net