রাতের আঁধারে ঘর ছাড়ছে মানুষ

সুজিত দাশ:: || ২০২২-০৫-১৭ ১৭:০৭:২২

image
মঙ্গলবার রাত ১২টা। সিলেটের শেখঘাটের খুলিয়াটুলা এলাকায় শেখ নাসির আলী জামে মসজিদের সামনে একে একে এনে জড়ো করা হয় বাসার সকল আসবাবপত্র। দেখেই বুঝা যাচ্ছে বন্যার কবলে পড়ে স্থান ত্যাগ অন্যত্র যাচ্ছে কোন একটি পরিবার। এমন নিদারুণ দৃশ্য দেখে এগিয়ে গেলে কথা বলতে রাজি হন নি কেউ। বন্যায় ভাসছে পুরো সিলেট জেলা। বাদ পড়েনি মহানগরীর ব্যস্ততম এলাকাগুলোও। এরইমধ্যে নগরীর উপশহর, শেখঘাট, খুলিয়াটুলা, শামীমাবাদ, তালতলা, বাগবাড়ি, তেররতন, মেন্দিবাগ, ছড়ার পাড়, সোবহানিঘাট, মাছিমপুর, কালিঘাট, কাজিরবাজার, লালাদীঘির পাড়, জামতলা, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন অনেকেই। মঙ্গলবার বিকেলে বাগবাড়ি আখড়ার গলি এলাকার বাসিন্দা এমরান আহমেদ জানান, দেখতে দেখতে পানি ঘরের ভেতরে চলে এসেছে। এতো দ্রুত পানি উঠতে কখনও দেখিনি। বউ-বাচ্চা সবাইকে নিয়ে মহা বিপদে পড়েছি। না পারছি কাজের জন্য বের হতে আর না পারছি বাচ্চাদের জন্য কিছু আনতে। বিছানার উপরেই দিন-রাত কাটাতে হচ্ছে সবাইকে নিয়ে। কোন ত্রান সহায়তা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোন ত্রান সহায়তা পাইনি। শুধু অপেক্ষায় আছি ঘর থেকে কবে পানি নামবে। কারণ ঘর থেকে পানি না নামলে চুলায় আগুন ধরানো যাচ্ছেনা। আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ জানান, নাহারিপাড়া মুটামুটি উঁচু জায়গা কিন্তু এখানেও পানি উঠে গেছে। এবারের বন্যা মনে হয় ২০০৪ সালের বন্যাকেও হার মানাবে। আমার বাসায় কাল সন্ধ্যার দিকে পানি উঠছে এখন প্রায় কোমড় পানি। পরিবারের সবাইকে অন্যত্র সরিয়ে নিয়েছি। দুশ্চিন্তা এটাই আমার ঘরের কাটমালসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে যাবে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net