বন্ধুর বিয়েতে উপহার ৫ লিটার সয়াবিন তেল!

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৫-০৮ ১১:৩১:৩১

image

সয়াবিন তেলের এখন আকাশছোঁয়া দাম। হাটে-বাজারেও অনেকটা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে নিত্যদিনের প্রয়োজনীয় এই পণ্যটি।

এমন পরিস্থিতিতে মানুষজন যেন দিশাহারা হয়ে পড়েছে। তেলের এমন আকাল অবস্থায় বিয়ে অনুষ্ঠানে তেলের বোতল উপহার দেওয়ার মতো ঘটনা ঘটেছে কুমিল্লায়।

এদিকে বিয়েতে সয়াবিন তেল উপহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কটকবাজার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার গ্রামের শরিফুল ইসলামের বিয়ে হয়। তখন অনুষ্ঠান হয়নি।

বর ও কনের পরিবার মিলে গত শনিবার (৭ মে) বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে দাওয়াত পান শরিফুলের বন্ধুরাও।

তারা শরিফুলের বিয়েতে উপহার হিসেবে দেন ৫ লিটারের সয়াবিন তেল। ব্যতিক্রমী এমন উপহারের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। শরিফুলের বন্ধু আমিনুল ইসলাম ওরফে সজিব ও জামাল উদ্দিন বলেন, ‘আমরা শরিফুলের বিয়ের দাওয়াত পেয়েছি।

 

বন্ধুর বিয়েতে কী উপহার দেওয়া যায়- এ নিয়ে আমরা ভাবছিলাম। এ সময় চিন্তা করলাম, বর্তমানে সয়াবিন তেলের লাগামহীন দাম, অনেক দোকানে তেল পাওয়াও যাচ্ছে না। এ নিয়ে রাজনৈতিকসহ কোনো মহল থেকে জোড়ালো প্রতিবাদও হচ্ছে না।

 

তাই আমরা দুষ্প্রাপ্য সয়াবিন তেল উপহার দেব বলে মনস্থির করেছি এবং ৫ লিটারের তেলের বোতল উপহার দিয়ে আমরা আমাদের নীরব প্রতিবাদ জানিয়েছি।’

একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হক বলেন, ‘সচরাচর বিয়ের অনুষ্ঠানে গিয়ে মানুষ নানারকম মূল্যবান উপহার দেয়। সাধারণত উপহারের তালিকায় থাকে- ডিনারসেট, শো-পিস, শাড়ি, স্বর্ণের অলঙ্কার, নগদ টাকাসহ নানা পণ্যসামগ্রী।

 

কিন্তু শরিফুলের বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেওয়ার ঘটনা ঘটেছে। যা জীবনে এই প্রথম দেখলাম। তিনি আরও বলেন, বিয়েতে সয়াবিন তেল উপহার এর আকাশছোঁয়া দামের প্রতিবাদ বলে মনে করি।

এমন প্রতিবাদ দেশে ভোজ্যতেলের চড়ামূল্যের ফলে সৃষ্ট নাভিশ্বাসের একটা প্রতিচ্ছবি। সরকার জনগণের দুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে তেলের দামের প্রতি নজর দেবে বলে আশা করছি। সিলেটসানডটকম -সিএলএম

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net