টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে বিপুল ভোটে লুতফুর রহমান বিজয়ী

দেওয়ান বেলাল আহমদ চৌধুরী, ইংল্যান্ড প্রতিনিধি || ২০২২-০৫-০৬ ১৪:৫৭:২৪

image
আলোচিত লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে নিজের গড়া এস্পায়ার পার্টি থেকে লুৎফুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন । তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪০,৮০৪ । নিকটতম প্রতিদ্বন্দ্বি লেবারের জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট । প্রথম প্রছন্দের ভোটে লুতফুর রহমান পান ৩৯,৫৩৩ (৪৭%) ভোট , আর জন বিগস পান ২৭,৮৯৪ (৩২.২%) ভোট । নিয়ম অনুযায়ী কোন প্রার্থী ৫১% ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের ভোট কাউন্ট করা হয় । এতে দ্বিতীয় প্রছন্দের ভোটে এস্পায়ারের লুতফুর রহমান পেয়েছেন ১২৭১ ভোট এবং লেবারের জন বিগস পেয়েছেন ৫,৫৯৩ ভোট । অন্যন্য প্রার্থীদের মধ্যে লিবডেমের রাবিনা খান পেয়েছেন ৬৪৩০ ভোট , কনজারভেটিভের এলিয়েট ওয়েভার পেয়েছেন ৪২৬৯ ভোট, স্বতন্ত্র থেকে এন্ডু ওয়ুড পেয়েছেন ৩৯০৫ ভোট, ট্রেড ইউনিয়ন থেকে হুগো পিয়ের ১৪৬২ ভোট, স্বতন্ত্র থেকে পামেলা হোমস ৫৫২ ভোট । উল্লেখ্য সাত বছর আগে লুতফুর রহমানকে পদ থেকে অপসারণ করা হয়েছিল এবং নির্বাচনে দাঁড়ানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ধাক্কাধাক্কিতে, লুতফুর নিজে গড়ে তুলেন অ্যাসপায়ার পার্টি। ওই প্ল্যাটফর্মে লেবারের ক্ষমতাসীন জন বিগসকে ৪০,৮০৪ ভোটে পরাজিত করেন। নির্বাচিত মেয়ররা ঐতিহ্যগত কাউন্সিল নেতাদের চেয়ে বেশি ক্ষমতা রাখেন কারণ তারা একাই বড় পরিকল্পনা অনুমোদন করতে পারেন। যিনি মেয়র পদে জয়ী হন তিনি কার্যকরভাবে কাউন্সিলের নিয়ন্ত্রণ জয় করেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net