শান্তর অলরাউন্ড নৈপুণ্যে সিলেট জেলা চ্যাম্পিয়ন গোলাপগঞ্জের এমসি একাডেমি

স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ || ২০২২-০৪-২৫ ১৭:৫৬:৩৩

image
শান্তর অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সিলেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। গতকাল রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত ফাইনালে তারা ১৩৫ রানের ব্যবধানে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ম্যাচ সেরা শান্ত সর্বাধিক ৫৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৩২ রান দিয়ে প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শান্তর হাফ সেঞ্চুরি (৫৪), অতিরিক্ত থেকে পাওয়া ৪৯ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে এমসি একাডেমি। এছাড়াও দলের পক্ষে জুমন ৩৩, আশরাফুল ২৭, নাফি ২৭, সানি অপরাজিত ১৯, তাহমিদ ১৫, রিফাত ১১ রান করেন। প্রতিপক্ষের দিদার ৩টি, পল্লব ২টি, বক্কর ও শাব্বির ১টি করে উইকেট নেন। জবাবে শান্তর বোলিং তান্ডবে মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ইনিংস। দলের পক্ষে একাই লড়াই করেন ওপেনার লিটন। দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ৪৫ রানে লিটন আউট হলেই ভেঙ্গে পড়ে হাতিম আলীর ব্যাটিং লাইনআপ। দলের পক্ষে প্রকাশ ১৭, আকরাম অপরাজিত ১৩ ও বক্কর ১০ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অংকের স্কোর করতে পারেননি। প্রতিপক্ষের শান্ত ৫টি, জুমন ৩টি, সামি ও তাহমিদ ১টি করে উইকেট পান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান। সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটি, জেলা আহবায়ক ইমরান আহমদ। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সিলেট ব্রাঞ্চ প্রধান ও এভিপি মোহাম্মদ হানিফ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট বিভাগীয ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ এ.কে.এম. মাহমুদ ইমন, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জেলা কমিটির সদস্য এ.টি.এম. ইকরাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ চৌধুরী রাহী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া, বøু বার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রদীপ দেবনাথ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক হারুনুর রশীদ, দি সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মতিউর রহমান, এম.সি একডেমীর সহকারী শিক্ষক ওয়াহিদুজ্জামান, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। জারা এন্টারপ্রাইজের সৌজন্যে টুর্নামেন্টে জেলা পর্যায়ের ১৫টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। সিলেটসানডটকম -বিসিবি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net