হযরত শাহপরাণ (রহ.) ৩য় ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৪-২৪ ০৭:৪৫:১৩

image

ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, দারুল কিরাত একটি মকবুল খেদমত। মুর্শিদুনাল মুকাররাম হযরত ছাহেব কিবলাহ ফুলতলী (র.) সারাজীবন তাঁর সকল কাজের চেয়ে দারুল কিরাতকে প্রাধান্য দিয়েছেন।

 

তিনি এ মাসে বাড়ির বাহিরে কোথাও যেতেন না। এমনকি বাকি এগারো মাস বাইরে যখন যেতেন তখন তিনি বলতেন রামাদান মাসে তিনি দারুল কিরাতের খেদমতে ব্যস্ত থাকবেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দারুল কিরাতের খেদমতকে রুটিন মাফিক যথাযথভাবে আদায় করে গেছেন।

 

এজন্য আমাদের উচিত হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর এই খেদমতকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া। বিশুদ্ধ নিয়তে এই খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের অশেষ কল্যাণ লাভ করা সম্ভবপর হবে।


শনিবার শাহপরাণ দাসপাড়াস্থ মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স এর হল রুমে  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন হযরত শাহপরাণ (রহ.) থানা শাখা আয়োজিত "৩য় ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২২" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

শাখা সভাপতি মো. আমিনুল এহসান জাবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সহ-সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর।


অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি সিলেট মহানগর'র সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম,

 

সিলেট মহানগর আল ইসলাহ'র প্রচার সম্পাদক হাফিয ছাদ উদ্দিন, শাহপরাণ রহ. থানা আল ইসলাহ'র সহ-সভাপতি হাফিয মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মুয়াক্কির আহমদ সিদ্দিকী, রিয়াদুস সুন্নাহ ফাউন্ডেশন-এর পরিচালক মাওলানা ওলিউর রহমান শফিকী।


শাখা সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান আবিরের কোরআন তিলাওয়াত ও সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সারওয়ার আহমদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মো. জুবেল আহমদ,

 

সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ তামিম, মহসিন আলম, প্রচার সম্পাদক আলবাব হোসেন রজব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net