সিলেট বেতারের বার্তা বিভাগের ইফতার মাহফিল

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৪-২৪ ০২:৪০:৩২

image
সিলেট বেতার কেন্দ্রের আঞ্চলিক বার্তা সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট কেন্দ্রে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট বেতারের উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকারের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় পবিত্র রমজান মাস। সিয়াম সাধনা ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। সংবাদ পাঠক সৈয়দ সাইমূম আনজুম ইভানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বেতার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. আশিকুল ইসলাম খান, সংবাদ পাঠক সংসদ, সিলেট-এর সভাপতি শামীমা নিজাম চৌধুরী, রেডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিনিয়র সংবাদ পাঠক মো. আমিনুল ইসলাম, সংবাদ অনুবাদক ফোরামের সভাপতি আবদুস সবুর মাখন। এ সময় উপস্থিত ছিলেন রেডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও এম. এ. রহিম, সংবাদ পাঠক সংসদ, সিলেট-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, রেডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সংবাদ অনুবাদক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ তালুকদার, সিনিয়র অনুবাদক আহমদ ইয়াসিন খান, সিলেট বেতারের আঞ্চলিক বার্তা সংস্থার হিসাবরক্ষণ কর্মকর্তা খবির উদ্দিন আকন, অনুবাদক সাঈদ নোমান, মো. মুহিবুর রহমান, মৃদুল কান্তি দে, মো. আব্দুর রহমান ও রাসেল আহমেদ, বাংলাদেশ বেতারের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদদাতা সাদেক আহমদ আজাদ, চুনারুঘাট-মাধবপুর সংবাদদাতা আবুল কালাম আজাদ ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংবাদদাতা রাজকুমার সৌমেন্দ্র সিংহ। সংবাদ পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন- নন্দিতা দত্ত, শীমূল আক্তার, কুমকুম আনোয়ার, গাজী সাইফুল হাসান, আফিফা আফরিন মিথুন, সুদীপ্তা দে টিনা, সুকান্ত গুপ্ত, জান্নাতুল নাজনীন আশা, নন্দিনী রায়, প্রিয়াঙ্কা রায়, অনিমা দে তন্নী, ফরাহীন জাহান নুবা, মাধব কর্মকার, মিথুন চন্দ্র দাশ, অফিস সহকারী রফিক আহমদ, অফিস সহায়ক ইমরানুর রহমান, অনিয়মিত শিল্পী হাফেজা বেগম, জালাল আহমদ, আমিনুল ইসলাম, তাওহিদুল ইসলাম বিপ্লব, মতলিব মিয়া, মিলন আহমদ, গাড়ী চালক মোহাম্মদ তাহের প্রমুখ। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন রেডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন। সিলেটসানডটকম -এসডিজি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net