গোয়াইনঘাটে আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট || ২০২২-০৪-২৩ ১১:৫৯:১০

image
সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে গোয়াইনঘাট সদরে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন একটি আইসক্রিম ফ্যাক্টরি ও শিশু খাদ্য উৎপাদনের কারখানায় অভিযানকালে বিভিন্ন রঙের ক্যামিকেল মিশ্রিত পণ্য ও বাজারজাত করার জন্য তৈরি অস্বাস্থ্যকর আইসক্রিম এবং ললিপপসহ বিভিন্ন ধরণের শিশু খাদ্য পায় ভ্রাম্যমাণ আদালত। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এসব অবৈধ পণ্য উৎপাদন বা বিক্রির দায়ে ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভেজাল পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত কারখানার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে গোয়াইনঘাটের স্যানিটারি ইন্সপেক্টর মো. রমজান আলী ও থানার এসআই মাসুম আলমসহ পুলিশ সদস্যরা অংশ নেন। এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, অভিযান পরিচালনা করে একটি আইসক্রিম ফ্যাক্টরি ও শিশু খাদ্য উৎপাদনের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করণের দায়ে ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net