বাসের অগ্রিম টিকিটে ২৮ ও ৩০ এপ্রিলের চাহিদা

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৪-১৫ ০৪:২১:৩৬

image
পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে টিকিট বিক্রি শুরু হয়। ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট বিক্রি চলছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি। কাউন্টারে টিকেট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। তারা বলছেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঢাকার সব টার্মিনাল ও কাউন্টারগুলো থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net