প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আয়ারল্যান্ডের কর্মকর্তার বৈঠক

সিলেটসান ডেস্ক:: || ২০২২-০৪-০৬ ০৮:৫৩:৩৪

image
প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডেপলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরার বৈঠক হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন Farmleigh Houses-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডেপলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরা Mr. Colm Brophy, T.D. এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বাংলাদেশী ডায়াসপোরা বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এবং ছাত্রদের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রাপ্তি আরো সহজ করার আয়ারল্যান্ড সরকারের প্রতি আহবান জানান। এর প্রেক্ষিতে আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডেভেলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরা ভিসা প্রাপ্তির সহজ করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বৈঠকে তাঁরা ডায়াসপোরাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে দুইদেশ একযোগে কাজ করার বিষয়েআলোচনা করেছেন। এছাড়াও এতে আয়ারল্যান্ডের ডায়াসপোরা পলিসি এবং ডায়াসপোরা বিষয়ে সরকারের ভাল উদ্যোগ গুলো আলোচনা হয়েছে। বৈঠকে আয়ারল্যান্ডের মন্ত্রী ডায়াসপোরাদের নিয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের ব্যাপক প্রসংশা করেন। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এর আগে Farmleigh House-এ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এর ডিরেক্টর জেনারেল Antonio Vitorino প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে মন্ত্রী বাংলাদেশে ডায়াসপোরাদের জন্য খসড়া নীতিমালা প্রণয়নে, ক্যাপাসিটি বিল্ডিং, রিইন্টিগ্রেশন এবং আটকে পড়া বাংলাদেশী অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইওএমের সহযোগিতার প্রসংশা করেন। এই সহযোগিতা যেন অব্যাহত থাকে এ ব্যাপারে মন্ত্রী আশা ব্যক্ত করেন। এপ্রেক্ষিতে আইওএমের ডি জি উল্লিখিত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net