সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক ঈদের পর

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-২৭ ০১:৫৯:১২

image
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৮টায় নগরীর সোবহানীঘাটস্থ ট্রেড সেন্টার ভেজিটেবিল মার্কেটের কার্যালয়ে আলোচনাসভায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মুরুব্বি আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদের পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ কওছর আলী। সভাপতির বক্তব্যে আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আরাদের এই স্বাধীনতা, এই দিনে আমরা স্মরণ করছি বীর শহিদদের। তিনি সিলেটের সকল ব্যবসয়াীদের প্রতি আহবান জানিয়ে বলেন পবিত্র মাহে রমজান মাস সামনেই। আমারা যারা ব্যবসায়ীগণ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে এবং কেউ যাতে সিন্ডিকেট করতে পারে না সেদিকে ও নজর রাখতে হবে। তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, পবিত্র রমজান মাস সামনে রেখে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এতে নিন্ম ও মধ্য আয়ের মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হন। এ বছর যেন তেমন না হয়, সেজন্য রমজানের আগেই কঠোরভাবে বাজার মনিটরিং করতে হবে। আলোচনা সভায় জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আগামী রমজানের ঈদের দুসপ্তাহ পর তিনি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তাই আগামী ঈদের পর এই অভিষেক অনুষ্ঠান সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সাধারণ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহসভাপতি শাহ আহমেদুর রব, সহসভাপতি লুৎফুর রহমান লিলু, সহসাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, সোহেল আহমদ শাহীন, জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, আনিসুর রহমান তিতাস, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, জেলা ব্যবসায়ী নেতা মাসুদ আহমদ, আব্দুস সালাম, সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহবায়ক হিলাল উদ্দিন সিলেটসানডটকম এবিসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net