কুলাউড়ায় টিলার মাটি গিলে খেল তিন শিশুকে

মৌলভীবাজার প্রতিনিধি : || ২০২২-০৩-২৬ ১৪:০৯:১০

image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে টিলার মাটি চাপা পড়ে তিন শিশু মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ইসলামনগরের ভাটেরা রাবার বাগানের টিলায় এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

নিহতরা হলো- ইসলামনগর গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ ইসলাম (১২), আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৮) ও ত রহমানের ছেলে নুরুল আমীন সুমন (১৩)। এদের মধ্যে নাহিদ ইসলাম ও নুরুল আমীন সুমন স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন স্থানীয় একটি ইবতেদায়ী মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।




নাহিদ ইসলামের পিতা আব্দুস সালাম ও শিশুদের স্বজনরা জানান, মাদ্রাসা থেকে এসে পরিবারের সদস্যদের না বলে ভাটেরা রাবার বাগান এলাকার ঘাগড়া ছড়ার পাশে টিলার গর্ত থেকে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে যায়। এসময় টিলার মাটি তিন শিশুর ওপর ধ্বসে পড়ে।

স্থানীয় লোকজন দুপুরের দিকে ওই টিলার নিচে শুধু এক শিশুর একটি হাত দেখতে পান। পরে মাটি সরিয়ে তিন শিশুকে মাটি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পাশ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কবির হোসেনের বাবা আব্দুল করিম বলেন, দুপুরে আমার ছেলে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী গিয়ে দেখি টিলার মাটির নিচে চাপা পড়েছে। লোকজন এগিয়ে গিয়ে গর্ত খুড়ে মাটি সরিয়ে তাদেরকে মাটির নিচ থেকে বের করেন।

স্থানীয় লোকজনের দাবি, ভাটেরা ইউনিয়নের বিভিন্ন এলাকা পাহাড়ি টিলা শ্রেণীর। ভাটেরা রাবার বাগানের ঘাঘড়া ছড়া এলাকা থেকে অবাধে মাটি কাটার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যদি ওই টিলা কাটা না হতো তাহলে তিন শিশুর এমন মৃত্যু হতনা।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বলেন, ওই টিলার পাশে একটি ছড়া রয়েছে। টিলার নিচ থেকে একটি চক্র বালু মাটি নেওয়ার কারণেই টিলাটির নিচ অংশ গর্ত হয়ে যায়। এ জন্য সকালে বৃষ্টিতে টিলার মাটি নরম হয়ে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আমার ব্যাক্তিগতভাবে ওই তিন শিশুর পরিবারকে ৫হাজার টাকা করে সহযোগিতা দিয়েছি।



কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মাটি চাপায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসি। নিহতদের পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটসানডটকম-এমজে

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net