নানা আয়োজনে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবস পালন

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-২৬ ০৫:১৯:৫৫

image

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে।

বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো কোরআন  তেলাওয়াত ও মোনাজাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, ‘মুক্তিযুদ্ধ, বাংলাদেশ,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা’ বিষয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ তথা  স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সংবলিত তথ্যচিত্র প্রদর্শন,

স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য ও প্রাপ্তি সম্পর্কে আলোচনাসভা এবং  দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটিকা ইত্যাদি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানের মাল্টিপারপাস শেডে আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান

স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী তৌফিক মোহাম্মদ মাদানী। মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক জয়নাল আবেদীন,

মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা আনজুম অনন্যা এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম আল সাজিদ।

প্রধান অতিথির বক্তব্যে মো: শওকত ওসমান বলেন, ১৯৭১ একটি বিদ্রোহ, বিপ্লব ও সংগ্রামের নাম। ‘স্বাধীনতা দিবস’ হল মায়ের ভাষায় কথা ও নিজের দেশের সম্মান রক্ষা করার রাজপথ কাপানো মিছিল, স্লোগান ও আন্দোলনে মুখরিত একটি মুহূর্ত।

এই দিনে বাংলার অকুতোভয় দামাল ছেলেরা তাঁদের বুকের তাজা রক্তে পিচ ঢালা রাজপথ সিক্ত করে মায়ের সম্মান ও দেশের মানুষের অধিকারকে এনে দিয়েছে পশ্চিমা শাসক গোষ্ঠীর কবল থেকে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, সাহায্য করেছেন আমি বিনম্র শ্রদ্ধায় অকুণ্ঠচিত্তে তাঁদের স্মরণ করছি।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের কাছে একটিই চাওয়া সবার আগে দেশ। দেশের আর্থসামাজিক অবস্থা, সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতির উন্নতিকল্পে নিজেদের জ্ঞানকে বিকশিত করা। নিজেকে সুশিক্ষিত, সুনাগরিক, সচ্চরিত্রের মার্জিত মানুষ হিসেবে গড়ে তোলা। তোমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে।

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চাসনে অধিষ্ঠিত করাই হবে আজকের দিনের শপথ। আমি আশা করি সবাই এই প্রতিজ্ঞা অক্ষুন্ন রাখবে।’

জেসিপিএসসি'র অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি স্বাগত বক্তব্যে বলেন, ‘দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান নামক একটি দেশ গঠন হলেও এর ২টি ভাগ পূর্ব ও পশ্চিম পাকিস্তান ছিলো ভৌগলিক ও সাংস্কৃতিকভাবে বিস্তর আলাদা। আমরা কোনভাবেই পশ্চিম পাকিস্তানিদের হাতে নিরাপদ ছিলাম না।

  আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, প্রসাশনিক ও সাংস্কৃতিক সব ক্ষেত্রেই ছিলো অন্যায় শাসন আর শোষণের ভয়ার্ত এবং বিভৎস চিত্র। ১৭৫৭ থেকে ১৯৭১ দীর্ঘ প্রায় ২১৪ বছর এদেশের মানুষ বৃটিশ ও পাকিস্তানিদের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত হয়েছে।

অতঃপর বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব আর সশস্ত্র সংগ্রামের ডাকের মাধ্যমে ২৬ মার্চ ১৯৭১ এ শুরু হলো মুক্তিযুদ্ধ যার ফল এল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বরের চুড়ান্ত বিজয়।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা আমাদের মুক্তিযুদ্ধের কঠিন ও কঠোর ইতিহাস এবং এর নীর্মহ সত্যের কথা শুনেছ। তোমাদের মনে রাখতে হবে, দেশ মাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী শহিদগণ এ দেশ তোমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন।

নিজের জ্ঞান, অধ্যবসায়, শ্রম, দেশপ্রেম ও  ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে তোমাদের এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য চাই জ্ঞান অর্জনের তপস্যা, সুস্থ সংস্কৃতির চর্চা, ন্যায়ের অনুশীলন ও সুনাগরিক হওয়ার প্রাণান্ত প্রচেষ্টা।’

জেসিপিএসসি'র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসপিয়া চৌধুরী ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সৌরভ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এম. ফজলে এলাহী, একাদশ শ্রেণির শিক্ষার্থী সাহাত চৌধুরী ও দশম শ্রেণির শিক্ষার্থী মারওয়া আফরিন মাহিয়া।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: লাহিন উদ্দিন এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: আবদুল হান্নান। সিলেটসানডটকম -পিআর-জেসিপিএসসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net