জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে গণহত্যা দিবস পালন

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-২৫ ০৭:১৭:৫২

image
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) মুক্তিযোদ্ধাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়। আজ ২৫ মার্চ শুক্রবার সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল মো: কুদ্দুসুর রহমান, পিএসসি। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী এবং সিলেট মহানগর ইউনিটের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী তৌফিক মোহাম্মদ মাদানী। মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দীন তন্ময় এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সালমা সুবাহ আনিকা। প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা আনিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক আহসান হাবীব রানা ও  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবীর। অনুষ্ঠানে ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বলেন, "বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশবাসীকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করে। সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিবেদিত হতে। " শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, "একাত্তরের মহান মুক্তিযোদ্ধাগণ সিংহ নিনাদে তাঁদের আন্তরিকতা ও হৃদ্যতায় স্বাধীন, সার্বভৌম প্রিয় মাতৃভূমি লাল-সবুজের পতাকা আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। এটা তাঁদের পক্ষ থেকে মহা আমানতস্বরূপ। আমাদের কোনো অশুভ কর্মের বিষবাষ্পে যেন তাঁদের আমানতের খেয়ানত না হয়, দূষিত না হয় আমাদের প্রিয় মাতৃভূমির সুকোমল সমীরণ। তোমরা দেশের ভবিষ্যৎ কর্ণধার, তোমাদের নক্ষত্র শোভিত জ্ঞানের আলোয় বিকশিত হোক আমাদের প্রিয় স্বদেশ ভূমি। আমরা স্বপ্ন দেখি মুক্তিযুদ্ধ আর মুক্তবুদ্ধির চেতনায় স্বদেশের স্বাধীনতা রক্ষায় তোমরা প্রগতির প্রহরী হবে কর্মে ও চিন্তায়। তোমাদের সকল কল্যাণময়ী প্রচেষ্টায়, সকল ন্যায়, মহৎ ও উচ্চচিন্তার গভীরে নিহিত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। " অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের সঠিক ইতিহাস তুলে ধরে বলেন, শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের স্বাধীনতা রক্ষায়, কর্মে ও চিন্তায় দেশের প্রহরীরূপে সর্বদা সজাগ থাকতে হবে। বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, মানবিকগুণে সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী এবং সুশিক্ষায় শিক্ষিত হতে বলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র প্রভাষক বিপ্লব কুমার সরকার এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: আবদুল হান্নান। সিলেটসানডটকম-পিআর-জেএসিপএসসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net