আজ বিশ্ব আবহাওয়া দিবস

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-২২ ২১:২০:১৪

image

আজ ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘মেঘের গমনাগমন (আন্ডারস্ট্যান্ডিং ক্লাউড)’। বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতি বছরের ন্যায় এবারো পালিত হবে দিবসটি।

পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সমুদ্র অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখে। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনে এর প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাবের বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়টিতে সমুদ্রকে প্রাধান্য দেয়া হয়েছে।

একইসঙ্গে জাতিসংঘ ২০২১-৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতায় মূল ভূমিকা পালন করে মেঘ। বিশ্বের পানিচক্র ও সমস্ত জলবায়ুব্যবস্থায় মেঘের অবদান অনস্বীকার্য।

পৃথিবীর শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে মেঘ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মেঘেদের পূর্ণ জীবনচক্র নিয়ে গবেষণা নেই বললেই চলে। বিশেষভাবে কালবৈশাখীর তিন মাস (মার্চ, এপ্রিল ও মে) তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাসের সুবিধার্থে মৌলভীবাজারের ডপলার ওয়েদার রাডার সার্বক্ষণিক চালু রাখার ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ রাডার নিখুঁতভাবে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে সক্ষম হবে। এ রাডার কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৭০ কিলোমিটার পর্যন্ত নির্ণয় করা যায়। এছাড়াও রাডার কেন্দ্র থেকে ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতি ঘণ্টায় কি পরিমাণ বৃষ্টিপাত হবে তার পূর্বাভাসও দিতে পারে।

সমুদ্র উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মিতই। দিবসটি উপলক্ষে আবহাওয়া অধিদফতর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটসানডটকম-এবিসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net