উদ্বোধনের অপেক্ষায় গোয়াইনঘাটের দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্র

জাকির হোসেন, গোয়াইনঘাট || ২০২২-০৩-২২ ০০:৩৬:৫৮

image
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন বিপদাপন্ন মানুষ ও তাদের সম্পদ সুরক্ষা দেয়ার লক্ষ্যে একটি দৃষ্টিনন্দন ‘বন্যা আশ্রয়কেন্দ্র’ নির্মাণ করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ পরবর্তী সফরে তার নির্বাচনী এলাকার গোয়াইনঘাট উপজেলায় আসলেই এ ভবনটি উদ্বোধন হবে। বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পটির আওতায় বন্যা আশ্রয়কেন্দ্রটি বাস্তবায়ন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভবনটির নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিভাইন এন্টারপ্রাইজ। আশ্রয়কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে। তিনতলা বিশিষ্ট ভবনটির গ্রাউন্ডফ্লোরটি থাকবে সম্পুর্ন ফাঁকা। এতে গবাদি পশু, হাঁস-মুরগি, মালামাল রাখার ব্যবস্থার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় তলায় দুর্যোগের সময় নারী-পুরুষ ও শিশুরা আশ্রয় নিতে পারবে। মোট ৪০০ জন নারী-পুরুষ ও শিশু এবং ১০০ গবাদিপশু ধারণ ক্ষমতার এ ভবনে খাবার পানির জন্য গভীর নলকূপ, অন্যান্য কাজে ব্যবহারে জন্য অগভীর নলকূপ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং পানির পাম্প বসানো হবে। বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি রাতের বেলা সৌর বিদ্যুতের আলোতে আলোকিত থাকবে ভবনটি। শুধু তাই নয়, ভবনটিতে প্রবেশের জন্য ৮৫০ ফুট সংযোগ সড়কও তৈরি করা হয়েছে। নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. কামরুল হাসান আমিরুল বলেন, দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে ভবনটি নির্মাণ হওয়ায় এ প্রতিষ্ঠানের একাডেমিক সুবিধা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বহুমুখী ব্যবহারের উপযোগী এবং প্রকল্প এলাকার দরিদ্র শিক্ষার্থীদের উন্নত পরিবেশে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, দৃষ্টিনন্দন এ আশ্রয়কেন্দ্রের প্রতি তলার আয়তন ৪ হাজার ২৬২ দশমিক ৭৫ বর্গফুট এবং ভবনটির মোট আয়তন ১২ হাজার ৭৮৮ দশমিক ২৫ বর্গফুট। ফলে প্রাকৃতিক দূর্যোগ দেখা দিলে অনেক পরিবার এখানে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে পড়া-লেখার সুযোগ পাবে। আশ্রয় কেন্দ্রটি নির্মাণে যথাযথভাবে তদারকি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সিলেটের জেলা প্রশাসক উক্ত আশ্রয়কেন্দ্রটির নির্মাণ কাজ একাধিকবার পরিদর্শন করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তাহমিলুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগকালে আক্রান্ত মানুষ, গবাদি পশু ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি আশ্রয়কেন্দ্রটি দশগাওঁ নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এতে করে প্রকল্প এলাকার দরিদ্র ছাত্র-ছাত্রীরা উন্নত পরিবেশে শিক্ষালাভ করতে পারবে। সিলেটসানডটকম-ইউজেইউ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net