যথাযথ আবেদন পেলে হারিছ চৌধুরীর ডিএনএ পরীক্ষা: সিআইডি

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-১৮ ০৬:১৯:৪০

image
হারিছ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে যথাযথ আবেদন পেলে তার ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। ডিএনএ পরীক্ষা করতে হলে আইনি প্রক্রিয়ায় এগোতে হবে জানিয়ে সিআইডি প্রধান বলেন, ‘আমরা গণমাধ্যম মারফত একটা চিঠির কথা শুনছি। তবে এ রকম কোনো চিঠি আমরা হাতে পাইনি। পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা পরীক্ষায় কেউ আগ্রহী হয়ে থাকলে তাকে আইন অনুযায়ী এগোতে হবে।’ এর আগে গত বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, প্রয়োজনে হারিছ চৌধুরীর ডিএনএ পরীক্ষা করা হবে। এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে সিআইডি প্রধান মাহবুবুর রহমান বলছেন, কারও মরদেহ কবর থেকে উত্তোলন করার জন্য নির্দিষ্ট আইন আছে। এছাড়াও এক্ষেত্রে ডিএনএ অ্যাক্ট অনুসরণ করতে হয়। হারিছ চৌধুরীর বিষয়ে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি। হারিছ চৌধুরীর পরিচয় শনাক্তে তার মেয়ে সামিরা চৌধুরীর কাছ থেকে কোনো চিঠি পায়নি বলে জানিয়ে সিআইডি বলছে, সামিরা তার বাবার পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করাতে চাইলে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো খোলা চিঠিতে কাজ হবে না। এছাড়া হারিছ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদনসহ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণের আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু না করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। সম্প্রতি জানা যায়, হারিছ চৌধুরী তার নাম-পরিচয় গোপন করে মাহমুদুর রহমান হিসেবে রাজধানীর পান্থপথ এলাকায় বসবাস করতেন। ওই পরিচয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন তিনি। ইন্টারপোলের রেড নোটিশধারী হারিছ সব গোয়েন্দার চোখে ধুলো দিয়ে প্রায় ১১ বছর ঢাকায় অবস্থান করেন। গত বছরের ৩ সেপ্টেম্বর মাহমুদুর রহমান নামেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মাহমুদুর রহমান পরিচয়ে বিএনপি নেতা হারিছকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদের কমলাপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়ীন মাদ্রাসার কবরস্থানে ৪ সেপ্টেম্বর দাফন করা হয় বলেও গণমাধ্যমের খবরে দাবি করা হয়। এদিকে হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন করে পরিচয় নিশ্চিতের জন্য আবেদন করেছেন তার মেয়ে সামিরা চৌধুরী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও সিআইডি প্রধানের কাছে এই আবেদন করেন তিনি। তবে সিআইডি বলছে, এ সংক্রান্ত কোনো চিঠি পায়নি তারা। সিলেটসানডটকম-এফসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net