গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেক-সম্পাদক আহাদ

হারিছ আলী :: || ২০২২-০৩-১৪ ১৫:২৫:১৬

image
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলেকুজ্জামান আলেক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ। দিনভর নির্বাচনের পর তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকটি পদে নির্বাচিত হয়েছেন পুরোনো মূখ। সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্টি হয়। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। এরপর রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক (আনারস) প্রতীক নিয়ে ৭৬১ ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ (চেয়ার) প্রতীক নিয়ে ৫২১ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে বিলাল আহমদ (টেবিল) প্রতীক নিয়ে ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সহ-সভাপতি নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৩১১ ভোট পেয়েছেন। সাবেক সহসভাপতি ছয়ফুল হক হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (কাপ পিরিছ) প্রতীক নিয়ে ৬৩৫ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী দোয়াত কলম প্রতীক নিয়ে ৫১২ ভোট পেয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক আম প্রতীক নিয়ে ৭১ ও ইউনুছ আহমদ চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ ডাব প্রতীক নিয়ে ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান শিপার রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। দেলোয়ার হোসেন মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৪ ভোট ও আফজাল হোসেন বোতল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান চৌধুরী চাকা প্রতীক নিয়ে ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ মোবাইল ফোন প্রতীক নিয়ে ৩৪০ ভোট পেয়েছেন। এছাড়া ১নং ওয়ার্ডে নাজিম আহমদ সেলিই মেশিন প্রতীক নিয়ে ১৬৬ ভোট পেয়ে ১ম, নাছির উদ্দীন নারিকেল গাছ নিয়ে ১৫৯ ভোট পেয়ে ২য় ও আপ্তাব আলী চশমা প্রতীক নিয়ে ১৪৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। ২নং ওয়ার্ডে জাহেদ আহমদ নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৫৮ ভোট পেয়ে ১ম, মাহবুবুর রহমান চশমা প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে ২য় ও মাছুম আহমদ দোয়েল প্রতীক নিয়ে ১৩৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান সেলিম নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪৩ ভোট পেয়ে ১ম, মো.মুহিবুর রহমান চশমা প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে ২য় ও সোহেল আহমদ বালতি প্রতীক নিয়ে ১০১ ভোট ৩য় হয়েছেন। ৪নং ওয়ার্ডে কাউছার আহমদ বালতি প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে ১ম, শহিদুর রহমান সুহেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে ২১৯ ভোট পেয়ে ২য় ও মো.শাকিল আহমদ সেলাই মেশিন নিয়ে ১৮৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১৩০৪ জন। সর্বমোট কাস্ট হয়েছে শতকরা ৯৩.৫০ ভাগ। সিলেটসানডটকম-ইউজি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net