মারিউপোল শহরে রুশ হামলায় ২৫০০ ইউক্রেনীয় নিহত

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০৩-১৪ ০৫:৩৭:৫৬

image

ইউক্রেন-রুশ সংঘাতের আজ (১৪ মার্চ) ১৯তম দিন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের শহর মারিউপোলে আড়াই হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন,

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহর মারিউপোলের আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে হত্যা করা হয়েছে। তিনি মারিউপোল শহর প্রশাসনের পরিসংখ্যান উদ্ধৃত দিয়ে এ কথা বলেন।

গতকাল রবিবার ঘেরাও করা শহরটিতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিয়েছে রুশ বাহিনী। এমন অভিযোগ করেছেন ওলেক্সি আরেস্টোভিচ। মারিউপোলে প্রায় ৫ লাখ বাসিন্দার বসবাস।

এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত। এ কারণে এটি দখল করা রুশ বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল। সিলেটসানডটকম_এবিসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net