গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে: আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০৩-১১ ০৯:০৩:০০

image

 

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, এ সরকার একটি গণ-বিরোধী সরকার। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে অথচ এ সরকারের সেদিকে কোন খেয়াল নেই। আওয়ামী দুঃশাসনের অবসান করতে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।


তিনি শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবীতে ভাতালিয়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।


কৃষকদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলী লাহীন।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহামন খোকন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুন নুর, আব্দুজ জব্বার মদই, আমির হোসেন, ময়নুল  হক স্বাধীন, সাকিল আহমদ খান, রেজওয়ান আহমদ, মহসিন রেজা, ছইদ আলী, নুরুল ইসলাম, সফিক আমদ চৌধুরী, জাকির হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি মানিক মিয়া, ২৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি শামিম আলী, ৭নং ওয়ার্ড সভাপতি আকির হোসেন, ৭নং সাধারণ সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রেজওয়ান রনি, কৃষক দল নেতা আব্দুর রহিম, শিফন চন্দ্র, বদরুল আলম, বেলাল হোসেন, মাহফুজ আলম, জয়নাল উদ্দিন, মাওলানা উসমান, আমজাদ আলী, সাহাবুদ্দিন প্রমুখ।


সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষকদলের সদস্য শামীম আহমদ এবং সভায় ৭, ৮, ৯ ও ২৪নং ওয়ার্ড থেকে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভায় যোগদান করেন ওয়ার্ড নেতৃবৃন্দ।


 

সিলেটসানডটকম/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net