মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির প্রস্তুতি সভা সম্পন্ন

স্টাফ রিপোর্ট :: || ২০২২-০৩-০৫ ০৯:৩৩:১৯

image
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট জেলা ও বিভাগীয় কমিটির আয়োজনে কর্মশালা ও অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গত ৩ মার্চ ব্লু- ওয়াটার শপিং সিটির ৯ ম তলা সিলেট সান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশীদ'র সভাপতিত্বে ও সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও মো. দেলোয়ার আহমদের পরিচালনায় সভা শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সিলেট জেলা মাতপস সমাজসেবা সচিব নাসরু আহমেদ চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় তিনি বলেন, মানবাধিকার পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগসহ সারা দেশে করোনাকালিন সময়ে মানবাধিকার কর্মীরা মানবতার কল্যানে, মানুষের অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করে আসছেন। সিলেট বিভাগের মানবাধিকার কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা ও অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম সুন্দর ও সু শৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রধান আলোচক মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক মো এনামুল ইসলাম তালুকদার। তার বক্তব্য বলেন- মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগের চারটি জেলা কমিটির মানবাধিকার কর্মীদের দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য সকল জেলা মানবাধিকার কর্মীদের দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। সিলেট এর অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মকসুদুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো ইয়াছিন আলী, সিলেট জেলা কমিটি চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলু। অন্যানের মধ্যে বক্তব্য দেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব মিজানুল হক, মাতপস সিলেট জেলা কমিটির সদস্য সচিব আ্যাডভোকেট হরমায়ুন কবির শামীম, নারী ও শিশু সচিব ফারহানা বি হেনা, যুগ্ম সচিব নাজনীন হাছান, আরিফ উদ্দিন, আলমগীর কবির মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বদরুল, যুগ্ম সচিব জহুরা আকতার নাজনীন, তোফা ফজল প্রমুখ। সিলেটসানডটকম-এফপিএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net