জকিগঞ্জে প্রয়াত কলেজ শিক্ষককে নিয়ে মিথ্যাচার, চাইলেন ক্ষমা

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০২-২৬ ১১:৪৫:২৪

image
জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সদ্য প্রয়াত ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও বেফাঁস মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন আল হাছিব তাপাদার। ফেসবুকে করা মন্তব্য অপসারণপূর্বক ক্ষমা প্রার্থনা করায় কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে Hasib Jugantor নামক ফেসবুক আইডি থেকে ভোট কারচুপির অমূলক অভিযোগ তুলে ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে মিথ্যাচার করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আল হাছিব তাপাদার। এরপরই ফুঁসে উঠে ইছামতি ডিগ্রী কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। অভিযুক্তের সঠিক বিচারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত আল হাছিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ও স্থানীয় বিশিষ্টজনের মধ্যস্থতায় কলেজের শিক্ষকদের সামনে এসে ক্ষমা চাওয়ার আহবান জানালে কর্মসূচি স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হানের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেন। এসময় তারা বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে ও অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করায় আমরা কর্মসূচি স্থগিত করছি। এই ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। একজন মানুষ গড়ার কারিগর ও মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করা জঘন্যতম অপরাধ উল্লেখ করে বিশিষ্টজনরা বলছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে। সিলেটসানডটকম -টিএইচ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net