সিসিকের অভিযানে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ জব্দ

স্টাফ রিপোর্ট:: || ২০২২-০২-২৪ ০৬:৪২:২০

image

 

 

সিলেট মহানগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ/সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

 

লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ/সিরাপ বিক্রি করে আসছিলেন। সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করেন এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন।

 

ভ্রাম্যমান আদালতের অভিযানে বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরো ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সিলেটসানডটকম/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net