ইউরোপে ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে নিহত ৮

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০২-১৯ ০০:১৩:৫৬

image



কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। চাল উড়ে গেছে বিখ্যাত ও২ অ্যারেনার।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়।  

ঝড়টি পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল দিয়ে স্থলে উঠে আসে, এতে ওই উপকূলে প্রবল ঢেউ সৃষ্টি হয় বলে জানিয়েছে রয়টার্স।

লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে এক নারী নিহত হন। লিভারপুলে ঝড়ে উড়ে আসা বস্তুর আঘাতে গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হ্যাম্পশায়ারে উপড়ে পড়া গাছের সঙ্গে চলন্ত গাড়ির সংঘর্ষে আরেক ব্যক্তি নিহত হন।

নেদারল্যান্ডসে উপড়ে পড়া গাছের আঘাতে তিন জন নিহত হন। ঝড়ে নৌকা থেকে উড়ে গিয়ে পানিতে পড়ে এক ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়। ঝড়ে বেলজিয়ামে একটি হাসপাতালের ছাদে ক্রেন এসে আছড়ে পড়ে।

আয়ারল্যান্ডে ঝড়ের কারণে সৃষ্ট আবর্জনা পরিষ্কার করার সময় গাছ পড়ে আরেক ব্যক্তি নিহত হন।

প্রবল ঝড়ে লন্ডনের সাদা গম্বুজওয়ালা ওটু অ্যারেনার ছাদ ছিন্নভিন্ন হয়ে যায়, উঁচু ভবনগুলোও কেঁপে ওঠে।

ওয়েলসে ঝড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে এক লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে প্রাচীন বহু গাছও উপড়ে পড়ে।  

ইংল্যান্ডে তাণ্ডব চালিয়ে ঝড়টি স্ক্যান্ডিনেভিয়া ও উত্তর ইউরোপের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায় বলে শুক্রবার রাতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।

ঝড়ের কারণে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল হয়। এক লাখেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে আছে বলে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে। ফেরি ও ট্রেন সার্ভিসও বাতিল করা হয়েছে।

নেদারল্যান্ডসের স্কিপোল বিমানবন্দর প্রায় ৩৯০টি ফ্লাইট বাতিল করেছে বলে এক মুখপাত্র জানিয়েছেন।

 

সিলেটসানডটকম/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net