২৫ শতাংশ ছাড় পাবেন সিলেটের ব্যবসায়ীরা : মাউন্টএডোরা ও এসসিসিআই' চুক্তি সাক্ষর

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০২-০৬ ০৯:৪৯:৪৯

image

সিলেটের অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেই ঝরে পড়ে। তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মেডিকেল ওয়ার্ড বয়, ফিজিও থেরাপি এসিসটেন্ট ইত্যাদি কাজে লাগানো গেলে বেকারত্ব দূরীকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ব্যাপারে মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য আহবান জানান সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এসসিসিআই) নেতৃবৃন্দ। শনিবার রাতে চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও মাউন্ট এডোরা হসপিটালের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।


অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ পক্ষে সভাপতি তাহমিন আহমদ এবং মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এ কে এম আকতারুজ্জামান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় সিলেট চেম্বারের সকল সদস্য ও তাদের পরিবার মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। যার মধ্যে সিটি স্ক্যান, এমআরআই, ইইজি, ইএমজি, এনসিএস, এফওএল, এন্ডোস্কোপি ও কলোনোস্কোপি-তে ১০শতাংশ, অন্যান্য সকল টেস্টের ক্ষেত্রে ২৫শতাংশ এবং হসপিটালের বেড রেন্ট এর ক্ষেত্রে ১০শতাংশ ছাড় সুবিধা পাবেন।


মাউন্ট এডোরা হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ডা. কে এম আকতারুজ্জামান বলেন, সমঝোতা চুক্তির আওতায় সিলেট চেম্বারের সকল সদস্যগণের জন্য প্রিভিলেইজ কার্ড ইস্যূ করা হবে এবং কার্ড ইস্যূর পূর্ব পর্যন্ত চেম্বারের সদস্যগণ তাদের সদস্য আইডি কার্ড প্রদর্শন করে এই সুবিধা নিতে পারবেন।


এছাড়াও সিলেট চেম্বারের সদস্যগণের তথ্য সংগ্রহের জন্য একটি গ্রীন চ্যানেল থাকবে এবং হসপিটালে একটি এক্সিকিউটিভ হেল্প ডেস্ক খোলা হবে।


এ সময় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মাউন্ট এডোরা হসপিটালের ম্যানেজার-এইচআর এন্ড এডমিন এ বি এম জর্জেসুর রহমান, ম্যানেজার- বিজনেস ডেভেলপমেন্ট মো. শফিকুল ইসলাম, শাহ মো. জাবেদ হোসেন, মো. আনিসুর রহমান, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।     

সিলেটসানডটকম-এবিসি

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net