সিলেটের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব ছিলেন ইকবাল আহমদ চৌধুরী: ডা. এম. এ. আহবাব

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০২-০২ ০৯:৩৬:১১

image

আ্যডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক, কর্মতৎপর, কর্মচারী বান্ধব, উদারমনা সিলেটের কিংবতন্তীতুল্য ব্যক্তিত্ব।

প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের সকল মহলের অভিভাবকতূল্য ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি,

জাতীয় যক্ষা নিরোধ কমিটি সিলেট জেলা শাখার সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেট, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সম্মানীত জীবন সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে সিলেটবাসী বহু গুনে গূণান্নিত এক অভিভাবক কে হারালো। তার সামাজিক কর্মকান্ডের মাঝেই তিনি আমাদের মাঝে বিরাজমান থাকবেন অনন্তকাল।

আ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মরণে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ।

বুধবার (২ ফেব্রুয়ারী)  দুপুরে সমিতির সভা কক্ষে এ সভা অনুষ্টিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের ল্যাবরেটরী ইন চার্জ মো: মালেক খান।

সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ, নির্লোভ ও সাদামনের মানুষ ইকবাল আহমদ ছিলেন বিভিন্ন গুনের অধিকারী। তিনি কাজকে ভালোবাসতেন, আর সমাজ সেবায় নিজেকে বিলেয়ে দিতেন।

সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, ইকবাল আহমদ চৌধুরী চাচা ছিলেন আমার পরিবারের একজন অবিভাবক। তার মৃত্যুতে আজ আমরা অভিভাবকহীন।

তিনি তার সব সময় মানুষের কল্যাণে নিবেদিত থাকতেন। সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তার বক্তবে বলেন, ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যু আমাদের কাছে অপ্রত্যাশিত।

তিনি বেঁচে থাকলে পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হতো। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মরহুম আব্দুল হামিদ এর রেখে যাওয়া একজন সফল কর্মী ছিলেন ইকবাল আহমদ চৌধুরী।

তার মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সান্নিধ্য থেকে বঞ্চিত হলাম। তার কর্মের মাধ্যেমে চিরকালই আমাদের মাঝে বিরাজমান থাকবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ,

জীবন সদস্য ব্যারিস্টার আরশ আলী, মরহুমের সহদর এলিম চৌধুরী প্রমূখ। শোকসভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

সিলেটসানডটকম_পিআর_ডায়াবেটিক/হাসপাতাল

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net