কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০১-৩১ ১৫:৫৬:০০

image
কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করোনা শনাক্ত হয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। জাস্টিন ট্রুডো বলেন, 'আজ সকালে আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আমি ভাল বোধ করছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা ও বুস্টার নিন।' এদিকে বিশ্বের দেশে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ। সরকারের বেঁধে দেওয়া কঠোর নিয়মনীতির বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডো ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এছাড়া ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স এবং অস্ট্রিয়াও। সিলেটসানডটকম _এবিসি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net