সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদকে ভূষিত

সিলেট সান ডেস্ক :: || ২০২২-০১-২৮ ১৭:১৩:৫০

image
প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫ বর্ষের বার্ষিক সাধারণ সভায় তার হাতে স্বর্ণপদক তুলে দেয়া হয়। দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কেমুসাস-এর সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী তার হাতে পদক তুলে দেন। সাহিত্য সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাহিত্য সংসদের নিজস্ব মিলনায়তন শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বর্ণপদক গ্রহণ করে অনুভূতি ব্যক্তকালে সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল বলেন, এ পদক গ্রহণ আমার জন্যে সম্মানের ও আনন্দের। আমি আমার ব্যক্তিগত ও আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাহিত্য সংসদ কর্তৃপক্ষের প্রতি। পুরস্কার গ্রহণ করে আমি সবার কাছে এই দোয়াই কামনা করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন সততার সাথে সাংবাদিকতা করে যেতে পারি। সভায় কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন-দেওয়ান আহবাব চৌধুরীর পৌত্র, যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশ সলিসিটর সোসাইটির প্রেসিডেন্ট দেওয়ান চৌধুরী মাহদি। তিনি বলেন, দেওয়ান আহবাবের চেতনা ছিলো আত্মপরিচয়ে বলীয়ান হয়ে সুন্দর কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা। কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় আমরা নিজেদেরকে নিবেদিত করতে পারলে কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান সার্থক হবে। দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সেলিম আউয়ালের পরিচালনায় স্বর্ণপদক হস্তান্তরকালে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, কেমুসাস’র সহ-সভাপতি অধ্যক্ষ কালাম আজাদ, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, পুরস্কার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন প্রমুখ। হবিগঞ্জের বাসিন্দা মনসুর উদ্দিন আহমদ ইকবাল ১৯৬৯ সাল থেকে দৈনিক ইত্তেফাক-এর জেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়া, তিনি সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর জেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। দীর্ঘ অর্ধ শতাব্দীরও অধিক সাংবাদিকতা জীবনে তিনি প্রতিষ্ঠাতা সভাপতিসহ একাধিকবার হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া, হবিগঞ্জ জেলা বারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেটসানডটকম-পিআরকেমুসাস-এমআর

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net