শাবির ভিসির পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০১-২৩ ০৯:১৭:৫৮

image

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সিলেট নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটে সাধারণ শিক্ষার্থীরা।


রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করে। পরে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে কামরান চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আব্দুর রহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থী তানজিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তোফায়েল আহমদ।


এ সময় আরোও বক্তব্য দেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী আমিরুল ইসলাম আমিন, দক্ষিণ সুরমা কলেজের আখতার হোসাইন, লিডিং ইউনিভার্সিটির মোহাম্মদ বিপুল, মদনমোহন কলেজের সাকিব রানা, এমসি কলেজের সুরাইয়া পারভিন আঁখি, মামুনুর রশীদ, আল আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী কুলসুমা, এমসি কলেজের জাহেদ জয় ও সালেহ আহমদ প্রমুখ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষার্থী জাহেদ, মো. শামীম আহমেদ, শাহান, এইচএম সায়েম, জাওয়াদুর রহমান, মারজান আহমেদ, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী জে.এ পাভেল, রাতুল চৌধুরী জয়, রনি দেব, মদন মোহন কলেজ শিক্ষার্থী মামুন আহমদে, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান, জালালাবাদ হোমিও কলেজ শিক্ষার্থী হাসানুল বান্না, আল আমিন, জাফর সারওয়ার, আবদুল হাফিজ, ইয়াসিন আরাফাত, আফজাল হোসেন, সরকারি টিচার্স ট্রিনিং কলেজ শিক্ষার্থী প্রদিপ কুমার, মুহিতোষ চক্রবর্তী, নান্টুস বিশ্বাস, টেকনিক্যাল কলেজ শিক্ষার্থী লাদেন বিন কয়েছ, মৌলভীবাজার কলেজ শিক্ষার্থী মোঃ কিবরিয়া আহমেদ সহ সিলেটের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।


সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ভিসি ফরিদ উদ্দিন আহমদ শাহজালালের প‚ণ্যভ‚মিকে কলঙ্কিত করেছেন। এরকম ‘বিশ্ব বেহায়া দ্যা সেকেন্ড’ ভিসি আমরা চাই না। শাবিতে আমাদের বন্ধুদের ভিসি বিরোধী আন্দোলনকে সমর্থন করছি। তাদের সাথে ঠোটে ঠোট মিলিয়ে আমরাও বলতে চাই- যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না। অবিলম্বে আমরা ভিসির পদত্যাগ চাই।


তিনি বলেন, মানববন্ধন থেকে আমরা ৪ দফা দাবি উত্থাপন করেছি। আমাদের দাবি হলো- শাবি ভিসি পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিতে হবে, অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net