দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: ডিসি সম্মেলনে রাষ্ট্রপতি

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০১-১৮ ১৪:০৪:০১

image
জনগণের টাকায় প্রজাতন্ত্রের সবার সংসার চলে উল্লেখ করে ক্ষমতার অপপ্রয়োগ না করে দেশ ও জনগণের স্বার্থ সবার ঊর্ধ্বে স্থান দিয়ে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। আবদুল হামিদ বলেন, ‘আমলাতন্ত্র ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি স্তরে দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতা প্রয়োগ অত্যাবশ্যক। তবে ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তা নিশ্চিত করা আরও বেশি জরুরি। তাই কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য সচেতনভাবে বজায় রাখবেন।‘আমাদের ভুলে গেলে চলবে না যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজ আমি রাষ্ট্রপতি, আপনারা সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক হয়েছেন।’আমলাতন্ত্রের সবাই জনগণের সেবক জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা তাই দেশ ও জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দেবেন। আমরা ও আপনারা জনগণের সেবক। তাই জনগণের সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন। মনে রাখতে হবে জনগণের টাকায়ই আমাদের সংসার চলে।’সেবা পাওয়া জনগণের অধিকার জানিয়ে রাষ্ট্রপ্রধান হামিদ বলেন, ‘জনগণকে সেবাদান কোনো দয়া-দাক্ষিণ্য বা বদান্যতার বিষয় নয়। ’রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।’মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেন আবদুল হামিদ। তিনি বলেন, ‘দেশের আনাচ-কানাচে মাদকের অপব্যবহার যুবসমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। মাদকদ্রব্য যাতে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে না দেয় সেদিকেও আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ নিতেও জেলা প্রশাসকদের ভূমিকা দেখতে চান রাষ্ট্রপ্রধান।ডিসিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের মেধা ও দক্ষতা জনকল্যাণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে যথাযথ অবদান রাখবে। আমার বিশ্বাস, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশাত্মবোধ ও একাগ্রতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।‘নবতর উদ্ভাবনী চর্চা ও সেবামূলক কর্মপ্রয়াসের দ্বারা আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করে যাবেন- এটাই সবার প্রত্যাশা।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা নের ‘সোনার বাংলা’ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত প্রগতিশীল, গণতান্ত্রিক, আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে এবং ২০৪১ সালে উন্নত অর্থনীতির দেশে পরিণত হবে।’দারিদ্র্যবিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি একটি কার্যকর মাধ্যম জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘প্রকৃত দরিদ্ররা যেন এই কর্মসূচির সুফল ভোগ করতে পারে সে বিষয়ে আপনাদের সচেষ্ট হতে হবে।’তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনার সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। গ্রামীণ বিরোধ ও মামলা-মোকদ্দমার বেশির ভাগই জমিজমাসংক্রান্ত। ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমিসংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে।‘ভূমি রেকর্ডের সময় একশ্রেণির অসাধু কর্মচারী স্থানীয় প্রভাবশালী দালাল চক্রের সহযোগিতায় অনেক অনিয়ম করছে এবং অবৈধ সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছে। এতে জনভোগান্তি বেড়েছে। এসব ব্যাপারে আপনাদের কঠোর হতে হবে। যে কোনো অনিয়ম বন্ধ করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে। ’জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টিও রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেন, ‘জেলা ও উপজেলা সদরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সামনে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এসব দেখার কেউ নেই। অবৈধ দখলদারদের হাত থেকে বন, নদী ও পাহাড় রক্ষায় কঠোর হতে হবে। আর তা করতে পারলেই উন্নয়ন সুষম ও জনমুখী হবে। সিলেটসানডটকম/এফপিএ/

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net