ওমরাহ পালনে নতুন বিধি-নিষেধ

সিলেট সান ডেস্ক:: || ২০২২-০১-০৮ ০৮:০৬:৪৬

image

 

পবিত্র কাবা শরীফে ওমরাযাত্রীদের জন্য তাওয়াফের সারি কমিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখন এই সারি কমিয়ে ৩৪টি করা হয়েছে। আরব নিউজ জানায়,  পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ সব জায়গায় স্বাস্থ্যবিধি অনুসরণ আবারও বাধ্যতামূলক করা হয়েছে।  

খবরে বলা হয়েছে, পবিত্র কাবা প্রাঙ্গণের ৩৪ সারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়েছে।

এ ছাড়া মাস্ক পরা, হাত ধোয়া, জায়নামাজ নেওয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগে ওমরাহবিষয়ক পরিচালক প্রকৌশলি আয়মান ফালামবান এসব কথা জানান।

তিনি আরও জানান, মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের পবিত্র মসজিদুল হারামে প্রবেশের সময়সূচিও বেধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে নির্ধারিত সময়েই মসজিদে প্রবেশ করতে হচ্ছে সবাইকে।

এ ছাড়া প্রতিদিন অন্তত ১০ বার সব স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য ধোয়া হচ্ছে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net