কমলগঞ্জে রাজুর কাছে বাদশাহ ধরাশায়ী

কমলগঞ্জ প্রতিনিধি :: || ২০২২-০১-০৬ ১৭:০১:৪৪

image
দীর্ঘ ২৪ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন কমলগঞ্জ আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশা। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরুণ নিয়াজ মুর্শেদ রাজুর কাছে ধরাশায়ী হলেন তিনি। বিপুল ভোটের ব্যবধানে হারেন বাদশা। এনিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। গত ৫ জানুয়ারি আনারস প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ বছর বয়সী তরুণ নিয়াজ মুশের্দ রাজু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা পরপর ৪ বারের চেয়ারম্যান ফজলুল হক বাদশা। নবীন প্রার্থী হিসেবে ২২২৩ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা কে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন রাজু। ২৪ বছর ধরে ইউনিয়নবাসী নানা সমস্যায় জজর্রিত ছিলেন। সদ্য অনুষ্টিত আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা তার জবাব দিয়েছেন। জানা যায়, কমলগঞ্জের আলীনগর ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ছিলেন মরহুম মোহাম্মদ আলী। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান। আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাদশা মোহাম্মদ আলীর ভাতিজা হিসাবে ১৯৯৭ সালে বিপুল ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে ২০০৩, ২০১১ ও ২০১৬ সালে চেয়ারম্যান হন। তিনি ২৪ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অপর দিকে তরুন সমাজ সেবক যুবলীগ নেতা নিয়াজ মুশের্দ রাজু ৬ মাস পূর্বের ঘোষণা ও পারিবারিক পরিচয় নিয়ে মাত্র ২০ দিন প্রচারনা করেন। আর এতেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। রাজু মৌলভীবাজারের মধ্যে একমাত্র নবীন ইউপি চেয়ারম্যান। নিয়াজ মুশেদ রাজু বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ইউনিয়নে দীর্ঘ ২৪ বছর একজন দায়িত্ব পালন করেছেন। মানুষ প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল। ইউনিয়নের মানুষ এতোদিন তাদের আস্থা-ভরসার জায়গা পায়নি। এবারের নির্বাচনে মানুষ সেই প্রাচীর ভেঙ্গেছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে ইউনিয়নের সকল দল, মতের উর্দ্ধে উঠে এই অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এতে ইউনিয়নের সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net